অবতক খবর,১৭ জুনঃ কিছুদিন আগেই আদালত রায় দেন রাজ্যে সরকারী কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। বাকি থাকা ডিএ -র অন্তত পাঁচভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে আগামী ২৩ জুনের মধ্যে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। নির্দেশ মতো ডিএ না মেটালে বিদ্যুৎ দফতরের দুই সংস্থার কর্তাদের বেতন বন্ধ করে দেওয়ার কথাও ভাবা হবে বলে জানিয়েছেন আদালতে।

রাজ্যের 2 বিদ্যুৎ সংস্থা পিভিসিএল ও এসিডিএসএলেন কর্মীরা সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন। জানা গিয়েছে, রাজ্যের বিদ্যুৎ দপ্তর রাজ্য সরকারের অধীন হলেও নিজেদের আয় থেকে কর্মী দের বেতনের টাকা দেয় ও সংস্থা।

সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছিল ১০জুনের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।

সময় পেরিয়ে গেলেও যাওয়ায় এদিন আদালত অবমাননার মামলা করেন কর্মীরা। সেই মামলাতেই বিচারপতি রাজ শেখর মান্থা নির্দেশ দিয়েছেন ২৩ জুনের মধ্যে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থায় প্রায় কুড়ি হাজার কর্মীর বকেয়া বিয়ের পাঁচ ভাগের এক ভাগ মিটিয়ে দিতে হবে। বকেয়া মেটানোর পরের দিন অর্থাৎ ২৪ জুন আদালতে এসে জানাতে হবে নির্দেশ পালন হয়েছে কিনা বাকি টাকা কত কিস্তিতে মেটাতে হবে সেই দিনই আদালত নির্দেশ দেবে।