অবতক খবর,ঘাটাল,২৯ নভেম্বর,পশ্চিম মেদিনীপুর: আজ কোলকাতার ধর্মতলায় সভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা। সভা শুরুর প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

বুধবার বেলা বারোটার সময় ঘাটাল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে গিয়ে সকলে মিলে চিঠি লিখেন। চিঠিতে লেখা রাজ্যের দাবিদাবা সঙ্গে বকেয়া যা রয়েছে তা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। ঘাটালের বীরসিং থেকে সৌরভ চক্রবর্তী জানান, ঘাটালের বিধায়ক শীতল কপাট যেনো বক্তব্য দিয়ে মেদিনীপুর বাসীকে জানান, কলকাতায় কেনো বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা হয়েছিল।

পাশাপাশি তিনি বলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রয়েছে সভা সমিতি করার। তবে মানুষের মনে যারা থাকবে, যারা মানুষের কাজ করবে তাদেরকেই মানুষ ভোটে জয় লাভ করাবেন।