হক জাফর ইমাম :: অবতক খবর :: ১জানুয়ারী :: মালদহ ::   বিদেশ থেকে ইম্পোর্ট করা পেঁয়াজ বাজারে আসতেই পাইকারি বাজারে দাম কমলো পেঁয়াজের। সোমবার মালদা রেগুলেটেড মার্কেট পাইকারি বাজার থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৭০ টাকা কেজির মধ্যে।

বিদেশি পেঁয়াজ  ছাড়াও লোকাল পেঁয়াজ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষ হওয়ার ফলে বাজারে এলো নতুন পেঁয়াজ। তাই এক ধাক্কায় পেঁয়াজের দাম কমলো কেজি প্রতি ৪০ টাকা পাইকারি দরে।পেঁয়াজ বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে কেজিপ্রতি। তাই লোকাল পেঁয়াজ বাজারে আসতেই মুখে হাসি ফুটল সাধারণ মানুষের।

পশ্চিমবঙ্গ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এই রাজ্যের কৃষকদের বীজ এবং আর্থিক অনুদান দিয়েছিল। কৃষকদের উৎপাদিত সেই পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে তাই পেঁয়াজের দাম এখন নিয়ন্ত্রণে। এর জন্য বণিকসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উজ্জ্বল সাহা।