অবতক খবর,২ ডিসেম্বর: ঘটনার বিবরনে জানাযায় বুধবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে দেবদারুবাজারে বিজয় মিছিল সংগঠীত করলো শাসকদল। সারা রাজ্যজুরে পুর পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর সারারাজ্যেপ্রতিনিয়ত বিজয় মিছিল সংগঠীত করা হচ্ছে।

এরমধ্যে বুধবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে দেবদারু বাজারে এক বিজয়মিছিল সংগঠীত করাহয়। এইমিছিলে তান্ডব চালালো শাসকদলের কর্মী সমর্থকরা এমনটাই অভিযোগ। জানাযায় বিজয় মিছিলের নামকরে দেবদারু এলাকার বাসিন্দা রূপক সেনের বাড়ীতে আক্রমন চালায় শাসকদলের কর্মীসমর্থকরা এমনটাই অভিযোগ। রূপক সেন ৩৮ জোলাইবাড়ী মন্ডলের ২৫ নং বুথের বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন।

উনার অপরাধ বিগতদিনে দেবদারু এলাকায় শাসকদলের বিভিন্ন অপরাধমূলক কাজের প্রতিবাদজানিয়েছেন। অপরদিকে তিনি সুদীপরায় বর্মনের অনুগামী। তাই আজকের বিজয় মিছিলে উনার বাসভবনেগিয়ে উনার বাইক ভাংচুরকরে ও উনার পিতা ও সহধর্মীনির উপর আক্রমনকরেবলে অভিযোগ। আক্রমনের পাশাপাশি রূপকসেনের রাবার গাছগুলি কেটেফেলাহয়।

শাসকদলের কর্মীসমর্থকরা রূপকসেনের পরিবারের উপর আক্রমন করে শান্তহননি। তারপাশাপাশি দেবাদারু বাজারে সি পি আই এম এর কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটায় বলে অভাযোগ উঠেআসে। অগ্নিসংযোগের খবরপেয়ে জোলাইবাড়ীর দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আগুন নিয়ন্ত্রনেআনেন। আজকের এই বিজয়মিছিলের নামে তান্ডবকে ঘিরে সমগ্র দেবদারু এলাকাজুরে আতঙ্কের পরিবেশের সৃষ্টিহয়েছে।