অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :-   গ্রামের কৃষকদের দিশা দেখাচ্ছে লালগোলা কৃষি দপ্তর।আধুনিক বিজ্ঞানসম্মত ভাবে মাটির গুণমানের ভিত্তিতে চাষের উৎকর্ষতার বাড়ানোর জন্য গ্রামীণ এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে এলো লালগোলা কৃষি দপ্তর। সেইমতো শুক্রবার দিনভর কালমেঘা পঞ্চায়েতের অধীন ৩০০ জন কৃষকের হাতে বিশেষ জীবাণু সার,অনুখাদ্য বোরন,জিংক ও নিমতেল দেওয়া হয় লালগোলার কৃষি দপ্তরের পক্ষ থেকে।

স্থানীয় সহ কৃষি অধিকর্তা প্রভাস ঘোষ বলেন,আধুনিক পদ্ধতিতে চাষের লক্ষ্যে কৃষকদের এইসকল দ্রব্যাদি দেওয়া হলো। আগামী দিনেও তাদের সমস্ত রকম প্রয়োজনে আমরা কি সব থেকে পাশে সর্বতোভাবে থাকবো”।