অবতক খবর,৯ জানুয়ারি,মন্দিরবাজার:- উল্লেখ্য গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৩, তার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ৯টি পঞ্চায়েত আসন দখল করে বিজেপি পায় ৪টি আসন।

এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের একধিক বিরোধী সদস‍্য ও বিজেপি নেতৃত্বরা।
মন্দিরবাজার বিধানসভার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি শূন্য হলো। শনিবার ৪পঞ্চায়েত ও ১ পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ দিল।

মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার, এবং কুলপির বিধায়ক তথা সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যোগরঞ্জন হালদার এর উপস্থিতিতে এই যোগদান সভায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেয় এই পাঁচ বিজেপি নেতৃত্ব। মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সনাতন সরদার এবং গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি সদস্য রহিতাস্ব হালদার, কল্পনা ঘোষ, তনুময় প্রামাণিক ও রেখা হালদার। এই সভার মূল আয়োজক গাববেড়িয়া অঞ্চল সভাপতি রিঙ্কু ঘোষ।

৪জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপি শূন্য হলো গাববেড়িয়া অঞ্চল।
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরবাজার ও কুলপি বিধানসভার বিধায়ক সহ মন্দিরবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অলক ভট্টাচার্য, জেলা পরিষদ সদস্য গৌতম গায়েন, মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মানস রঞ্জন হালদার এবং অন্যান্য নেতৃত্বরা।