বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী হলেন ফাল্গুনী পাত্র

অবতক খবর,৪ মেঃ রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, এই অভিযোগ তুলে বাড়াবাড়ই রাজ্য সরকারকে তুলে ধরা করে বিরোধী দলের নেতারা। এবার পঞ্চায়েতের আগে রাজ্যে মহিলা শক্তি আরও বাড়াতে বড় চমক আনলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন করে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী করা হয়েছে ফাল্গুনী পাত্রকে। যা রীতিমতো রাজ্য স্তরে ও জেলা স্তরে নেতাদের কাছে বড় চমক বলেই মনে করা হচ্ছে। লড়াকু স্বভাবের ফাল্গুনীর ওপর দলের পূর্ণ আস্থা থাকায় মহিলা মোর্চার মতো সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তাকে। এর আগে দলের প্রাক্তন রাজ্য সম্পাদিকা হিসাবে কাজ করেছেন ফাল্গুনী পাত্র।

মহিলা মোর্চার নতুন সভানেত্রী হয়ে তিনি বলেন, দলের সংগঠনিক শক্তি বৃদ্ধি করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ের পাশাপাশি এরাজ্যে দলকে প্রতিষ্ঠা করাই আমার একমাত্র লক্ষ্য। দলের সর্বস্তরের নেতারা যে ভরসা আমার ওপর রেখে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করতে সচেষ্ট থাকব।

এর জন্য আমি কেন্দ্রীয়-রাজ্যস্তরের নেতাদের ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, এর আগে আমি দলের গুরু দায়িত্ব পালন করেছি। নতুন এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো।