অবতক খবর,২১ সেপ্টেম্বরঃ শান্তিনিকেতন সংলগ্ন মোলডাঙায় নৃশংস শিশু হত্যা’র ঘটনাস্থলে লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা, গ্রামে ঢুকতে বাধা বিজেপি নেত্রীকে।

গ্রামবাসীরা গো ব্যাক গো ব্যাক স্লোগান দিতে থাকে। পুলিশের সঙ্গে লকেট চ্যাটার্জি বলেন পরিবারের সঙ্গে দেখা করবেন। গ্রামবাসীদের বাধায় তিনি ফিরে যান। এরপর শান্তিনিকেতন থানার সামনে বিজেপি কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ন্যায় বিচারের দাবিতে তাকে বলতে শোনা যায় তারা এখানে (লকেট)বলেন আমরা রাজনীতি করতে আসিনি। মমতা ব্যানার্জির পুলিশ ঢুকতে দিচ্ছে না,পরিবারের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। বগটুইয়ের পুড়িয়ে মারার ঘটনা উল্লেখ করেন। এবং দীর্ঘক্ষণ বিক্ষোভ অবস্থান করেন। থানার অফিসারের সাথে তিনি বাগবিতণ্ডা করতে শুরু করেন। থানার সামনে বিকেল সাড়ে চারটে নাগাদ অবস্থান তুলে নেন।

অন্যদিকে একই ইস্যুতে থানার সামনে ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ সিপিএমের পক্ষ থেকে। শান্তিনিকেতন থানার সামনে ন্যায্য বিচারের দাবি শিশু মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত করে গ্রেফতার করতে হবে বলে দাবি তোলা হয়।