নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : পূর্ব বর্ধমান :    পূর্ব বর্ধমান জেলার সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাগড়াগড় এলাকায় তৃণমূল কংগ্রেসে জেতার পর ২০টি বিজেপি সমর্থক পরিবার গ্রামছাড়া হয়েছিল। পাশাপাশি কিছু ব্যবসায়ী তারা দোকান বন্ধ করে আতঙ্কে গ্রাম ছেড়ে কেউ আত্মীয়র বাড়িতে, কেউ দূরবর্তী এলাকায় আশ্রয় নিয়েছিল।

সেই খবর জানতেপারে তৃণমূলের এলাকার নেতারা, তাদের সঙ্গে মোবাইল ফোনে জনসংযোগ করেন। একদিকে তাদের ঘরে ফিরিয়ে দিল অন্যদিকে যেসব নেতা-কর্মী সমর্থক রা বিজেপি করেছিল তারা দোকান বন্ধ করে রেখেছিল। তাদের কে এনে নিরাপত্তার সব রকম আশ্রয় দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এতে খুশি খাগড়াগড়ের বিজেপি কর্মীরা। এই মুহূর্তে স ইচ্ছায় তৃণমূলে যোগদান করেন।

ঘর ছাড়া বিজেপি কর্মীরা বলেন, যেভাবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে ভোট করেছিলাম বিজেপির হয়ে, তার পরও তৃণমূল থেকে আমাদের কে কাছে টেনে নিয়েছেন, সম্পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় ব্যবসায়ী থেকে শুরু করে ঘরছাড়া গ্রামবাসীরা দুহাত ভরে আশীর্বাদ করেছেন।