অবতক খবর, কলকাতা : কেরল, পাঞ্জাবের পথে হাঁটলো পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় জনসংখ্যা পঞ্জীকরণ (এনপিআর), জাতীয় নাগরিক পঞ্জীকরণ(এনআরসি) এই রাজ্যে চালু না করার প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায়।

পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন। বাং এবং কংগ্রেস বিধায়কেরা এই প্রস্তাবের ওপর সংশোধনী আনার প্রস্তাব রাখেন। কিন্তু সংশোধনী না আনার অবস্থান জানায় সরকারি বেঞ্চ, বাম কংগ্রেস বিধায়কদের কাছে। এই প্রস্তাবের আগাগোড়া বিরোধিতা করে বিজেপি দল।

সমস্ত জল্পনার অবসান ঘটে গিয়ে শেষমেশ ধ্বনি ভোটে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল সিএএ বিরোধী প্রস্তাব।