অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ বিজেপি অসংগঠিত শ্রমিক সংগঠন তাদের ১০দফা দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন। .শ্রমিক অফিস থেকে মিছিল করে কালেক্টর বিল্ডিং এ আসে। বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ এই প্রতিবেদককে জানান যে আমাদের দাবি গুলো , পরিযায়ী শ্রমিক দের সরকারিভাবে নাম নথিভুক্ত করতে হবে ।

পশ্চিমবঙ্গ সরকার কে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, চটকল থেকে শুরু করে সমস্ত কারখানা অবিলম্বে খুলতে হবে, সরকারি নিয়ম অনুসারে বেতন দিতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে, সরকারি অফিসগুলোতে শূন্য পদ পূরণ করতে হবে, পিএফ ও ই এস আই চালু করতে হবে, আয়ুষ্মান ভারত রাজ্য সরকারকে বাস্তবায়িত করতে হবে, কেন্দ্রীয় সরকারের গ্রামীণ মানুষদের জন্য বাড়ি বাড়ি জল বিনা মূল্যে দিতে হবে, প্রধানমন্ত্রী কিসান নিধি যোজনা পশ্চিমবঙ্গ চালু করতে হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি শ্রমিক সংগঠনের সভাপতি শ্যামল দাস ,তপন চন্দ্র, শংকর তরফদার ও বিজেপি শ্রমিক সংগঠনের কর্মীবৃন্দ।