অবতক খবর ,হাওড়া : শনিবার হাওরা জেলা সংশোধনাগারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।  ছাদে হঠাৎ করো উঠে পড়ল এক বিচারাধীন বন্দি। নাম মহম্মদ সোয়েব ,বুকে রয়েছে সাদা কাগজের পোস্টার।  আর তাতে লেখা “দিদিকে ডাকো”  । ছাদে উঠে আত্মহত্যার হুমকিও দিতে থাকে ওই বন্দি। এই ঘটনার সাথে সাথেই নড়েচড়ে বসে হাওড়া জেলা সংশোধনাগারে। কারারক্ষীদের বহু চেষ্টা করেও  ওই বন্দিকে নামিয়ে আনতে ব্যর্থ হয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।  দমকল কর্মীরাও ছাদ থেকে ওই ব্যক্তিকে নামানোর চেষ্টা করে চলেছেন। প্রায় চার ঘণ্টা হয়ে গেলেও তাঁকে নামানো যায়নি।

হাওড়া সংশোধনাগারে বন্দি মহম্মদ সোয়েব একটি খুনের মামলায় অভিযুক্ত ।  শনিবার দুপুর নাগাদ নিজের সেল থেকে পালিয়ে আচমকা ছাদে উঠে পড়ে। এরপর ছাদ থেকেই  সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘুষ, কাটমানি-সহ বিভিন্ন বেনিয়ম নিয়ে সরব হয়ে ওঠে ।

ওই বন্দি এ অভিযোগ, করেছে যে বেআইনিভাবে তাকে গ্রেফতার করে আটক করা হয়েছে।এবং দু’ ঘন্টা ধরে চেষ্টা করেও তাঁকে নামানো যায়নি। এরপর বাধ্য হয়ে সংশোধনাগার কর্তৃপক্ষ দমকল বিভাগে খবর পাঠায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়া সংশোধনাগার সংলগ্ন এলাকায়।