অবতক খবর,১৯ মে,কলকাতা: হাইকোর্টের নির্দেশের পরেই গভীর রাতে এসএসসি অফিস ঘিরে ফেলল সিআরপিএফ। রাত ২টো ৫০ মিনিট নাগাদ আচার্য্য সদনের সামনে পৌঁছায় সিআরপিএফের (CRPF) ২টি ভ্যান। এসএসসি অফিসের দুটি গেটই বন্ধ থাকায় গেটের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে সিআরপিএফ আধিকারিক সহ জওয়ানরা। গেটের বাইরেও মোতায়েন করা হয় কয়েকজন সিআরপিএফ জওয়ানকে।

এরপর ভিতরে মোতায়েন রাজ্য পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিআরপিএফ আধিকারিকরা। প্রায় আধঘন্টা পরে খুলে দেওয়া হয় গেট। এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি।

SSC মামলা গভীর রাতে নাটকীয় মোড় ধারণ করে! চেয়ারম্যানের পদত্যাগের পর, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ জানিয়ে, ফের হাইকোর্টের দ্বারস্থ হন এসএসসি মামলাকারীরা। তাদের বক্তব্য শুনে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাত থেকেই এসএসসি দফতরকে সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেন। দফতরের সিসিটিভি ফুটেজও আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি দুপুর বারোটার মধ্যে।