অবতক খবর,২২ মার্চঃ দিদির সুরক্ষা কবচে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদের সভাধিপতি।
এমনকি বিক্ষুব্ধ এক মহিলার পায়ে ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সভাধিপতি।
গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের তারাহাট এলাকায় বিক্ষোভের মুখে পড়েন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান।

মঙ্গলবার গোঘাটের মান্দারণে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দেন সভাধিপতি মেহেবুব রহমান।
দলের স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে তারাহাট গ্রামে যেতেই ক্ষোভের মুখে পড়ে তারা।
গ্রামের বেশ কয়েকজন মহিলা ক্ষোভ প্রকাশ করেন।
মূলত তাদের অভিযোগ, ভোট এলেই গ্রামে নেতা ও জনপ্রতিনিধিরা খোঁজ নিতে আসে।
কিন্তু এলাকার উন্নয়ন ও আবাসের বাড়ি উপযুক্ত প্রাপকদের দেওয়া হয়নি।
সেই অভিযোগ নিয়েই সভাধিপতি ও বাকি নেতৃত্বদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

সেই ঘটনা বেগতিক দেখে পরিস্থিতি সামাল দিতে এক বিক্ষুব্ধ মহিলার পায়েও ধরতে যান সভাধিপতি।
পাশাপাশি তাদের অভিযোগ তা দ্রুত সমাধান করার আশ্বাসও দেন সভাধিপতি।
যদিও ঘটনার পর আর কেউ মুখ খুলতে চাননি।
অন্যদিকে হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান ঘটনার প্রসঙ্গ এড়িয়ে বলেন, কিছু ক্ষোভ থাকতে পারে তবে উন্নয়ন হয়েছে।
পাশাপাশি বিগত সরকার ও কেন্দ্রীয় সরকারের উপর দায় চাপিয়েছেন।