অবতক খবর,২৭ অক্টোবর,পূর্ব বর্ধমান:- জন্ম থেকেই বিকলাঙ্গ আর অন্যদিকে গোদের উপর বিষ ফোঁড়া, অর্থাৎ দুই বছর ধরে করোনাকালে লোকডাউন হওয়ায় কাজ হারিয়েছে,নেই কোনো উপার্জনের উপায়, কোনোরকম ভাবে দিনযাপন করছেন বর্ধমান শহরের 33 নম্বর ওয়ার্ডের খান পাড়ার বাসিন্দা কিষান চৌধুরী। এই মুহূর্তে পরিবারের রয়েছে তার স্ত্রী ও এক পুত্র সন্তান।

এদিন সংবাদ মাধ্যমকে কিষান চৌধুরী জানান,বিকলঙ্গ অর্থাৎ প্রতিবন্ধী হওয়ায় যাতায়াতে খুবই কষ্ট হয়,তাই তৃণমূল কংগ্রেসের জয়হীনদ বাহিনীর সভাপতি পল্লব দাসের কাছে আবেদন করে ছিলাম একটি হুইল চেয়ারের জন্য,আজ আমায় জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে হুইল চেয়ার দেওয়ায় অত্যন্ত খুশি।

পাশাপাশি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী কর্মকর্তা ও সৈনিকরা খুশি প্রতিবন্ধী কিষান চৌধুরীকে হুইল চেয়ার দিয়ে হাসিমুখ করায়।

শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস জানিয়েছেন,বর্ধমান শহর তথা জেলা ব্যাপী দুস্থ অসহায়দের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জয় হিন্দ বাহিনী,সুতরাং অসহায় গরীব দুঃস্থদের কথা শুনলেই তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সক্ষম হয় জয় হিন্দ বাহিনী।
কার্যতঃ কিষান চৌধুরীর আবেদনের সারা পেয়ে তার চলার পথে পথিক হিসেবে এক হুইল চেয়ার উপহার দেওয়া হয়।
পল্লব দাস আরও বলেন আগামীদিনে ট্রাই সাইকেল উপহার দেবে জয় হিন্দ বাহিনী।