অবতক খবর,২৩ জানুয়ারি: যখন ভারত বাংলাদেশ সীমান্তের স্থানীয় মানুষেরা, সীমান্তের বিএসএফদের নিয়ে বিভিন্ন আলোচনা সমাচলনা করছে।ঠিক সেই সময় বিএসএফের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়তে সিভিল অ্যাকশন প্রোগ্রাম করল জলঙ্গীর 141 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের চরভদ্রা বিওপি ক্যাম্পে।

141 নম্বর ব্যাটালিয়নের তরফ থেকে এইদিন প্রতিবন্ধীদের চলাফেরার জন্য হুইল চেয়ার। বাচচাদের ভলিবল, যুবকদের ফুটবল, বিধবা মহিলাদের সেলাই মেশিন দেয়। আজকের এই সিভিল অ্যাকশন প্রোগ্রাম কর্মসূচিতে।