বিএসএফের একাংশ প্রহরার নামে গাদ্দারি করছে, বললেন মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ্ চৌধুরী।

অবতক খবর , অভিষেক দাস,মালদা:- সীমান্তে যারা  আছে সশস্ত্র বল বিএসএফ , তাদেরকে মানুষের সামনে আনা দরকার । গোরু পাচারকারীরা অনেক নিচে। মূল অপরাধী বিএসএফ। বিএসএফের একাংশ প্রহরার নামে গাদ্দারি করছে। রাজ্যে গোরু পাচার তদন্তে সিবিআই-এর অভিযানের ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এই আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে , একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা সংখ্যালঘু সেলের  রাজ্য সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ্ চৌধুরী।

বৃহস্পতিবার মন্ত্রী মালদায় আসেন জমিয়তে উলামার একটি সংগঠনের কর্মসূচিতে। এদিন গাজোলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কিন্তু গাজোলে যাওয়ার আগে মালদা শহরের পুরনো সার্কিট হাউসে একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী । পাশাপাশি এদিন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি পদে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয় নজরুল ইসলামকে। তাঁর হাতে ফুলের স্তবক তুলে দিয়ে ওই সংগঠনের জেলা সভাপতির পদে নজরুল ইসলামের নাম ঘোষণা করেন মন্ত্রী।