অবতক খবর,১০ ডিসেম্বর: নদিয়ার হরিনঘাটা নজরুল মঞ্চে প্রতিবারের মতো এবারও বিংশ শততম হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব ১৪২৮-এর উদ্বোধন হল।
এইদিন উদ্বোধনে বিশিষ্ট মন্ত্রী ও শিক্ষা জগতের এক ঝাঁক প্রতিষ্ঠিত নক্ষত্রের দেখা মিলল মেলায়।
হরিণঘাটা কলেজ মোড় থেকে শুরু করে প্রায় ৫০০ মিটার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলা প্রাঙ্গণে পৌঁছান বিশিষ্ট ব্যক্তিরা।
এই শোভাযাত্রায় পায়ে পা মেলান পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর, ডক্টর সৈকত মৈত্র, উপাচার্য(MACAUT)
ডক্টর বিকাশ চন্দ্র সিংহ মহাপাত্র উপাচার্য বি সি কে ভি। এছাড়াও ছিলেন বাণী রায়, প্রাপ্ত নদীয়া জেলা পরিষদের সভাপতি হরিণঘাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক নীলিমা নাগ।

মঞ্চে তাঁদের উত্তরীয়, ফুল এবং একটি করে দুর্গা মূর্তি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
হরিণঘাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক ননী গোপাল মালাকার ও হরিণঘাটা পৌরসভার পৌর পিতা মানিক ভট্টর স্মৃতি উদ্দেশ্যে মাল্যদান করা হয় ও কাজী নজরুল ইসলামে স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান করেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও বিশিষ্ট ব্যক্তিরা। শুধু তাই নয়, সদ্য তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াতঃ
চিপ ডিফেন্স সিকিউরিটির বিপিন রাওয়াত ও ১৩ জন সেনার উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।