অবতক খবর :: উত্তর দিনাজপুর ::   বাড়ি ফিরেও শান্তি নেই শ্রমিকদের। এখানে স্থায়ী কোনও আয়ের রাস্তা খুঁজে না পেয়ে অবশেষে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন একাধিক শ্রমিক। মঙ্গলবার তাই ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকার থেকে শ্রমিকরা একে একে পুরোনো কর্মস্থলের দিকে ফিরছেন। ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে কথা হচ্ছিল শ্রমিক মুজাহিদ আলমের সাথে।

তিনি জানান,তারা পেশায় রাজ মিস্ত্রী।তারা যে ধরণের কাজ করেন সেই কাজ এখানে নেই।পঞ্চায়েতের মাধ্যমে একশো দিনের কাজ শুরু হলেও তার পারিশ্রমিক পাওয়া যাচ্ছে না সঙ্গে সঙ্গে। কয়েক মাস পর তা পাওয়া যাবে।আর তাই ফিরে যাওয়া রুটি রুজির সন্ধানে সেখানে।কারণ এখন তাদের হাত খালি।

করোনার জন্য কিছুদিন আগেই কেউ পায়ে হেঁটে আবার কেউবা সাইকেলে করে বাড়ি ফিরছেন।কিন্তু সংকট ছাড়ছে না। ফলে তাদের আবার ফিরতে হচ্ছে। কারণ তারা সেখানে যে কাজে নিযুক্ত ছিলেন তা এখানে নেই। ফলে সে বিষয়টি কাজে লাগাতে পারছে না। চোপড়ার কালি গছ,বাকসা বাড়ি সহ বিভিন্ন গ্রামে থাকেন ওই শ্রমিকরা। তবে এই করোনার মুহূর্তে বাড়ি ছাড়লেও উদ্বেগ কিন্তু রয়েই গেল পরিবারের সদস্যদের মধ্যে।