অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- গ্রাম স্তরীয় শিশু সুরক্ষা কমিটির বিষয়ে সভা বহরমপুরে। বহরমপুর  হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত ও বলরামপুর স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা।

বুধবার দুপুরে হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত ভবন প্রাঙ্গণে এলাকার আইসিডিএস কর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাল্যবিবাহ  শিশু অধিকার , শিশু সুরক্ষা সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয় এই দিন।মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে দেখা যায় অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়েছে তাদের পরিবার। অবশ্যই প্রশাসনের কাছে খবর গেলে উপযুক্ত বয়স না হলে সেই বিয়ে আটকে দেওয়া হয়।

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে কন্যাশ্রী মেয়েরাও বহু বাল্যবিবাহ রোধ করেছেন। এবারে এই উদ্যোগ নিল হরিদাস মাটি এলাকার শিশু সুরক্ষা কমিটির সদস্যরা।