অবতক খবর,৫ আগস্ট: বালুরঘাট গার্লস কলেজের ভর্তি প্রক্রিয়ায় অনলাইন পদ্ধতিতে পরিবর্তন হয়েছে। নতুন ওয়েবসাইটের চলছে ভর্তি প্রক্রিয়া।
ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে গত ২ আগস্ট থেকে,চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত। ৩১ তারিখে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করবে কলেজ। এরই মাঝে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রীরা সমস্যায় পড়ে বালুরঘাট গার্লস কলেজের অনলাইনে ফর্ম ফিলাপ করতে গিয়ে। পুরনো ওয়েবসাইট পরিবর্তন হওয়ায় এই সমস্যা হয়েছিল।

বালুরঘাট গার্লস কলেজ কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে প্রায় প্রতিটি ব্লকে বিভিন্ন ক্যাফেকে নতুন ওয়েবসাইট জানিয়ে যোগাযোগ করেছে।

গত বছরের মতো এবারও কলেজে রেকর্ড সংখ্যক ছাত্রী ভর্তি হবে বলে আশা প্রকাশ করেছেন অধ্যক্ষ।
জেলার একমাত্র গার্লস কলেজে প্রত্যন্ত গ্রামের মেয়েরাই বেশি ভর্তি হন। সিংহভাগই ফার্স্ট জেনারেশন লার্নার।
এবারে উচ্চ মাধ্যমিকে যেহেতু পাশের হার অনেক বেশি, কিন্তু সিট বেশি থাকায় ভর্তির ক্ষেত্রে সমস্যা হবে না জেলার কলেজগুলিতে।