অবতক খবর,৩ আগস্ট: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে টিউবারকুলোসিস (টিবি) রোগ সনাক্তকরণ ও কাউন্সেলিং করার উদ্দেশ্যে ক্যাম্প শুরু করলো জেলা স্বাস্থ্য দপ্তর।

আগামী চার দিন এই ক্যাম্প চলবে। এই মুহূর্তে সংশোধনাগারে মোট ৭৩৫ জন আবাসিক রয়েছেন।

জেলা সুপার নবীন কুজুর জানান, অনেকেই আছেন যাদের সঠিক সময়ে রোগ চিহ্নিত করা যায় না, যে কারণে চিকিৎসায় দেরি হয়ে যায়। চিকিৎসা যাতে দ্রুত শুরু করা যায় সেই কারণেই এই শনাক্তকরণ ও কাউন্সেলিং এর ব্যবস্থা। ৭৩৫ জন আবাসিককেই কাউন্সেলিং করা হবে এবং যাদের মধ্যে টিবি রোগের লক্ষণ রয়েছে তাদের দ্রুত চিকিৎসা শুরু করা হবে।