অবতক খবর , রাজ্ , হাওড়া :- এবার ৫৯ তম বর্ষ।বতর্মানে বহুতল নির্মাণ ক্রমেই বেড়ে চলেছে।ফ্ল্যাট কালচার জায়গা করে নিয়েছে এ সমাজে।বনেদি বাড়ি ভেঙে তৈরি হচ্ছে বহুতল।

আর তাই হারিয়ে যাচ্ছে বনেদি বাড়ির ঠাকুর দালানে বসে দেখা দুর্গা পুজোর ঐতিহ্য।আর তাই সেই হারিয়ে যাওয়া ঠাকুর দালান তুলে ধরা হয়েছে মন্ডপে।

দালানের কারুকার্য করা পিলার সুবিশাল ঝাড়বাতি আর একচালার সাবেকি প্রতিমা দেখে মন নস্টালজিক হয়ে যাবে দর্শনার্থীদের বলে দাবি উদ্যোক্তাদের।যদিও মন্ডপে প্রবেশ করা যাবে না।বাইরে থেকেই নিরাপদ দূরত্ব রেখে দর্শন করতে হবে ঠাকুর দালান।