অবতক খবর , বিজু , বর্ধমান :- কৃষি ও শ্রম আইনের বিরুদ্ধে আসানসোলের বার্নপুর স্কোব গেটে অনশন ও অবস্থান সত্যাগ্রহ আন্দোলনে কংগ্রেসের নেতৃত্বরা। এদিন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বার্নপুরের স্কোব গেটের সামনে এই আন্দোলন করা হয়েছে। এই অনশন আন্দোলনে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, কার্যনির্বাহী সম্পাদক হরজিৎ সিং সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

এদিন ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্কোব গেটে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয়েছে। এর পাশাপাশি ভারতের প্রথম প্রধানমন্ত্রী সদ্দার বল্লভভাই এর জন্মদিবস পালন করা হয়। এই অনশন আন্দোলনের মাধ্যমে কৃষি আইন এবং শ্রম আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা।

এর পাশাপাশি কৃষি ও শ্রম আইনের বিরুদ্ধে সই সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। এই সই সংগ্রহ চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।