অবতক খবর , সংবাদদাতা ,দেবাশিস মালিক, বারুইপুর: – পুলিশ দিবস উপলক্ষে বারুইপুর পুলিশ , জেলার কর্মীদের জন্য ওয়েলথনেস সেন্টার চালু করার কথা মঙ্গলবার ঘোষনা করলেন  জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান। এরজন্য নিয়োগ করা হয়েছে একজন মনোবিদের। নরেন্দ্রপুর থানা এলাকার মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দক্ষিন চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর পুরসভা, বারুইপুর পুরসভা ও জয়নগর পুরসভার বয়স্ক মানুষদের জন্য সাথী প্রকল্প চালু করা হল। একটি নাম্বারে ফোন করলেই তারা প্রয়োজনীয় সাহায্য পাবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে কোভিড আক্রান্ত পুলিশ কর্মীদের সন্মান জানানো হয়। সন্মান জানানো হয় শিক্ষক ও চিকিৎসকদেরকেও।


এদিকে ডায়মন্ড হারবার থানা সমন্বয় কমিটির উদ্যোগে পালিত হল পুলিশ দিবস । সাংবাদিক থেকে সকল পথচারিদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার। ডায়মন্ড হারবার থানার আইসি পার্থসারথী ঘোষ বলেন আজকের এই পুলিশ দিবস এর মাধ্যমে মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতা সৃষ্টি করতে হবে সেক্ষেত্রে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে , গণমাধ্যমে পারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পাশাপাশি পুলিশ প্রশাসন স্বাস্থ্য বিভাগকে থাকা চাই। বিশিষ্ট সাংবাদিক নকিব উদ্দিন গাজী দাবি করেন, পুলিশের ভূমিকা সবসময় রয়েছে। আইন শৃঙ্খলা অবনতি পাশাপাশি সবকিছুকেই পুলিশকে দেখতেই হয়। পুলিশ হলো সমাজের বন্ধু।