অবতক খবর ,দেবাশিস মালিক, বারুইপুর , দক্ষিণ ২৪ পরগনার :- বারুইপুর থানার সুভাষগ্রাম সংলগ্ন এলাকায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী যে বিজেপির কর্মসূচি ছিল , আজ তার শেষ দিন।এই শেষ দিনে বিজেপির কর্মী-সমর্থকরা মিলে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেন।সেই রক্তদান শিবিরের অনুষ্ঠানে সিপিএম ও তৃণমূল ছেড়ে পাঁচশোর বেশি মহিলা কর্মী সমর্থক এদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার সভাপতি হরি কৃষ্ণ দত্ত।তিনি বিজেপি দলীয় পতাকা যোগদানকারীদের হাতে তুলে দিয়ে বলেন এই করণা আবহের মধ্যে মানুষ বিজেপিকে ভালবেসে এবং সামাজিক দূরত্ব মেনে, মুখে মাক্স পড়ে পাঁচশোর উপর তৃণমূল কংগ্রেস ও সিপিএম থেকে যোগ দিলেন মহিলা কর্মী সমর্থকরা বিজেপিতে।

আসলে তৃণমূলের ধান্দাবাজ পার্টি,আমফান থেকে শুরু করে রেশন দুনীর্তি,১০০ দিনের কাজ সবটাই লুটেপুটে খাচ্ছে তৃণমূলের নেতা ,নেত্রীরা। সাধারণ জনগণ কিছুই পাচ্ছে না ।মানুষ বুঝে গেছে যে এই দল গরিবের জন্য নয় , নেতাদের পেট ভর্তি করতেই ব্যাস্ত , সেটিও মুছে যাবে আগামী ২০২১ এ। মানুষ ওদের সাথে নেই।তিনি আরও বলেন , বিজেপি কে ভালোবেসে এই করোনা আবহাওয়ার মধ্যে ৪০০ জন বিজেপি কর্মী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান করেন।রামের রক্ত রহিমের গায়।আবার রহিমের রক্ত রামের গায়। তাই আমরা মিলেমিশে একসাথে পথ চলা শুরু করেছি।এই পথ আটকাতে তৃণমূলের গুন্ডা বাহিনী ও পারবে না। এদিনের অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার সহ-সভাপতি বসন্ত সেটিয়া, জেলার ওবিসি মোর্চার সভাপতি দেবব্রত দেবনাথ,রাজ্য ওবিসি মোর্চার টেস্ট কমিটির মেম্বার নন্দদুলাল চৌধুরী ও জেলার ওবিসি মোর্চার জি এস- শ্যামল দেবনাথ,মন্ডল সম্পাদক চন্দন দেবনাথ প্রমূখ উপস্থিত ছিলেন । এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয় ক্যানিং পূর্ব,বাসন্তী, গোসাবা,মগরাহাট,কুলতলি, জয়নগর সহ বিভিন্ন বিধানসভা গুলি থেকে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট,কংগ্রেসের কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করছে প্রতিনিয়ত। এদিকে যে ভাবে শাসক দল থেকে কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করছে তাতে , গেরুয়া শিবির আগামী বিধানসভা নির্বাচনে জয়ের পথে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এমনই মত রাজনৈতিক মহলে।