অবতক খবর,২৪ অক্টোবর: কালীপুজোর শহরে মিনি কনটেইনমেন্ট জোন হলো বারাসাতে। বারাসাত পৌরসভার 4 নম্বর ও 10 নম্বর ওয়ার্ডের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সক্রিয় হয়েছে প্রশাসন। আজ থেকে এই দুই ওয়ার্ডে যে যে বাড়িতে আক্রান্ত রয়েছে তাদেরকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে প্রশাসন। সরকারের পরিভাষায় এগুলি হল মিনি কনটেইনমেন্ট জোন।

ইতিমধ্যে বারাসাতে বড় থেকে ছোট কালীপুজো কমিটিগুলো মণ্ডপ তৈরি শুরু করে দিয়েছে। প্রশাসনের তরফ থেকে পুজো কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে ভিআইপি পাস করা যাবেনা ও তিন দিক খোলা প্যান্ডেল বানাতে হবে। তারই মাঝে করোনা সংক্রমণ বাড়ায় কপালে ভাঁজ পরেছে প্রশাসনের।