অবতক খবর,১৩ এপ্রিল,বারাসত: চলতি শিক্ষা বছরেই জাতীয় শিক্ষা নীতি চালু হবে।পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা নীতি প্রয়োগে রাজি হয়েছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। বাস্তব রূপ দিতে প্রক্রিয়া শুরু হয়েছে।বুধবার দুপুরে

পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে একথা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনই বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারা জাতীয় শিক্ষা নীতির বাতিল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার দাবিতে বিক্ষোভ দেখান।

এদিন দুপুর দুটোর সময় রাজ্যপাল আসেন। ছিলেন পাঁচটা পনেরো পর্যন্ত। এসময় তিনি ভিসি ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। পড়ুয়াদের সামনে বক্তব্য রাখেন। বই বিতরণ করেন। লাইব্রেরী ঘুরে দেখেন। শোনেন অভাব অভিযোগ।