অবতক খবর,৬ জুলাইঃ বারাসতের বিভিন্ন বাজারে প্লাস্টিক ধরপাকর অভিযান পুরসভার তরফ থেকে বুধবার সকালে।বারাসত থানার পুলিশ কে সাথে নিয়ে পুরপ্রধান অশনি মুখার্জি এই অভিযান চালায়।এত প্রচার,সতর্কতা এবং বারবার সচেতন করার পরও,হুশ ফিরলো না ক্রেতা বিক্রেতাদের।

বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতাদের কাছে পাওয়া গেলো প্লাস্টিক।দোকানিদের থেকে প্লাস্টিক গ্লাস , ক্যারি ব্যাগ,প্লাস্টিক পেপার সহ প্রচুর সামগ্রী উদ্ধার করে বারাসত পুরসভা। আজ আর কোন মাফ নেই,প্রত্যেককেই জরিমানা করা হল।

ক্রেতাদের ক্ষেত্রে ৫০ টাকা ফাইন এব্ং বিক্রেতাদের কাছ থেকে ৫০০ টাকার ফাইন করা হয়।প্লাস্টিক বর্জন করতে এমন অভিযান লাগাতার চলবে।আগামী দিনে প্রশাসনের ভূমিকা আর কড়া হবে বলে জানান পুরপ্রধান ।