অবতক খবর,২৬ অক্টোবরঃ আজ সন্ধ্যায় হঠাৎই হালিশহর ১৫ নম্বর ওয়ার্ডের রাস্তায় ধস নামে। এই উৎসবের মরশুমে এইরকম ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় পথচারী এবং স্থানীয়দের মধ্যে। এরপরই খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে আসেন হালিশহর পৌরসভার উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ উক্ত ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্যরা। ঘটনাস্থল তারা পরিদর্শন করেন এবং মানুষকে আশ্বস্ত করেন যে, দ্রুততার সাথে রাস্তাটি মেরামত করা হবে।

তবে এই ঘটনা নতুন নয়। হালিশহরের বিভিন্ন জায়গায় এই ঘটনা অহরহ ঘটছে। শুধু হালিশহরেই কেন ঘটছে এইরকম ঘটনা? এই যে চারিদিকে এত উন্নয়নের কাজ হচ্ছে, তবে কি সবই ভেতরে ফাঁপা? ভালো কাজ যে হয়নি তা একের পর এক এই ঘটনা দেখে ভালোই আন্দাজ করতে পারছেন শহরবাসী। প্রথমে রাস্তা তৈরি হচ্ছে, তারপর ধস নামছে। তারপর আবার সেটি মেরামত হচ্ছে,ফের দেখা যাচ্ছে অন্য কোথাও ধস নামছে। হালিশহর জুড়ে একাধিক জায়গায় এই ঘটনা ঘটছে। ১৫ নং ওয়ার্ড,সরকার বাজার,নবনগর,বাগমোড় বাজার সংলগ্ন গোলাবাটি স্ট্রীটে এই ধরনের ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। উক্তবাদের জনপ্রতিনিধিরা এসে সাময়িকভাবে সেটিকে মেরামতও করে দিয়েছেন। কিন্তু কেন বারবার ধস নামছে রাস্তাগুলিতে? এই প্রশ্নের উত্তর দেবে কে? জানতে চায় শহরবাসী।