অবতক খবর,১৪ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃআর কিছুদিনের মধ্যেই মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের গলাতুনডাঙ্গা উদ্বোধন হবে সরকারি উদ্যোগে রাজ্যের মধ্যে প্রথম বায়ো গ্যাস প্রকল্প। আজ গলাতুন গ্রামের পোস্ট অফিসের সন্নিকট একটি স্থানে প্রকল্পের মূল উপভোক্তা স্থানীয় গোয়ালা সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে প্রয়োজনীয় উপকরণ ও উৎপাদিত সামগ্রী নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, যুগ্ম বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, দেনুর গ্রাম পঞ্চায়েত প্রধান মকদম হোসেন শেখ সহ এলাকার শতাধিক গোপালকরা। যুগ্ম বিডিও বলেন, এলাকার গোপালকদের কাছ থেকে গোবর সংগ্রহ করে বায়োগ্যাস উৎপাদন করা হবে। সেই বায়োগ্যাস কমিউনিটি কিচেনের মাধ্যমে গোপালকদের দুধ থেকে উৎপাদিত সামগ্রী তৈরির ব্যবহৃত হবে।

এই বৈঠকের পরে বায়োগ্যাস প্রকল্পের কাজ কিভাবে এগুচ্ছে তা পরিদর্শনে যান মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, দেনুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মকদম হোসেন শেখ, সহ আরও অনেকে।