অবতক খবর : গতকাল সন্ধ্যায় নৈহাটি রেলস্টেশনে কেন্দ্রীয় শ্রমনীতি,এন.আর.সি., এন.পি.আর. ও সি.এ.এ. বাতিল করা, কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে না পারার অভিযোগ, বেকার যুবক-যুবতীদের চাকরির দাবিসহ ১৩ দফা দাবিতে আগামী ৮ই জানুয়ারি বুধবার সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে বাম ও সহযোগী দলের পক্ষ থেকে এক বিক্ষোভ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়। উক্ত বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন আর.এস.পি.-এর রাজ্য কমিটির সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়, জাতীয় কংগ্রেসের পক্ষে পরেশনাথ সরকার, সি.পি.আই.এম.এল.-এর শম্ভু ব্যানার্জী, সি.পি.আই.এম. এর মলয় ভট্টাচার্য্য সহ নেতৃবৃন্দ। উক্ত বিক্ষোভ সমাবেশ থেকে আজ জে.এন.ইউ.-তে এ.ভি.পি. ও আর.এস.এস.-এর যৌথ তান্ডব ছাত্রদের উপর চালিয়েছে তাকে অনৈতিক ও ধিক্কার জানান। সি.পি.আই.এম.এল-এর শম্ভু ব্যানার্জী কেন্দ্রীয় সরকারের ঘোষিত এন.আর.সি., এন.পি.আর. ও সি.এ.এ.-এর তীব্র বিরোধিতা করে আজ ছাত্রদের উপর পাশবিক অত্যাচারে নিদর্শন উল্লেখ করে জে.এন.ইউ.-এর উপাচার্যের পদত্যাগ দাবি করেন। এছাড়াও কেন্দ্রীয় সরকার শ্রমিকদের সমকাজে সমবেতন ও ইপিএফ পেনশন বৃদ্ধি না করার সমালোচনা করেন।