অবতক খবর, সংবাদদাতা , মুর্শিদাবাদ :- করোনা পরিস্থিতির জন্য গত এপ্রিল মাস থেকে প্রায় সাত মাস ট্রেন চলাচল বন্ধ। লালগোলা শিয়ালদা এই এলাকায় যারা ট্রেনে হকার করেন তাদের অবস্থা খুবই দুর্বিষহ তাদের সংসার ঠিকমতো চলছে না।

 

বামফ্রন্ট ও কংগ্রেস রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে যৌথভাবে একটি মিছিল করে বহরমপুর স্টেশন মাস্টারের মারফত একটি ডেপুটেশন ডি আর এম কাছে পাঠানো হলো।

হকারদের ঠিকমতো সংসার চলছেনা , শিয়ালদা লালগোলা কিছু ট্রেন চালু হলেও যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাই তাদের তরফ থেকে অনুরোধ জানাচ্ছে রেল কর্তৃপক্ষ কে আরো বেশি সংখ্যক ট্রেন চালানো হোক তাহলে রেলে যারা হকারি করেন তাদের সংসার ঠিকমতো চলবে।

এছাড়াও কেন্দ্রের বিজিবি সরকারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে পেট্রোল ডিজেল সবজি রান্নার গ্যাস এবং কিছু কিছু সরকারি দফতর কেউ বেসরকারি আওতায় নিয়ে আসা হচ্ছে এবং নতুন কৃষি বিল বাতিলের দাবিতে আগামী ২৬ শে নভেম্বর সারা ভারতবর্ষে ব্যাপী বন্ধের ডাক দেয়া হয়েছে।