অবতক খবর,২৭ সেপ্টেম্বর,দক্ষিণ দিনাজপুর: বামেদের ডাকা ভারত বন্ধের তেমন প্রভাব চোখে পড়লো না দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। সকাল থেকে শহরের পাইকারি সবজি বাজার কিছুটা বসেছে যদিও বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড থেকে এখনো কোনো গাড়ি বেরোতে দেখা যায়নি।ঠিক তার উল্টো ছবি ধরা পরেলো বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের পুলিশি পাহারায় সকাল থেকে বেশ কয়েকটি গাড়ি চলেছে বলে সূত্রের খবর। যদিও বেলা গড়াতে ছবিটা কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়।
দক্ষিণ দিনাজপুর জেলায় সংযুক্ত কিষান মোর্চার ডাকে বামপন্থী দলগুলোর সমর্থনে ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল। সকাল থেকেই সরকারি বাস স্ট্যান্ড থেকে শার্ট আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ভাবে বাস চলাচল করলেও বেলা গড়াতেই ধর্মঘটিদের দেখা মিলল রাস্তায় কিন্তু সেভাবে তাদের কোন প্রতিবাদ করতে না দেখায় পুলিশের সহযোগিতায় স্বাভাবিকভাবেই সরকারি বাস চলাচল করছে। পাশাপাশি আজ ধর্মঘটী বালুরঘাট তহ বাজারেও এসে তহ বাজারসহ সবজি ও মাছ বাজারের দোকানদারদের দোকান বন্ধের আবেদন জানান।