অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে বিক্ষোভ-সমাবেশ করলো বামফ্রন্ট ও সহযোগী দল গুলি। বামফ্রন্ট নেতা তুষার দে জানান বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে একটি প্রতিনিধি দল ডিএম কাছে ডেপুটেশন জমা দেবে কিন্তু তিনি এও বলেন জেলাশাসক তাদের দলের নেতাদের সঙ্গে দেখা করতে চাননা তিনি শুধু তৃণমূল এর কাছে জমা নেন বলে তার অভিযোগ তবে এ ডিএম কাছে ডেপুটেশন জমা দেয়া হবে।

মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট ও সহযোগী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে প্রায় ১৫ হাজার কর্মী সমর্থক জমায়েত হয়েছিল বলে তিনি জানান ২৫০০ থেকে ৩০০০ শুধু বাইক ছিল। তারা প্রশাসনকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যেখানে প্রশাসন তাদের মিছিল আটকাবে সেখানে বসেই তারা বিক্ষোভ করবেন।

তাদের এই বিক্ষোভ সমাবেশ কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে এখনো পর্যন্ত ৭২ জন কৃষক মারা গেছেন,দিয়েছে মূল লক্ষ্য তিনটে কৃষি বিল বাতিল করা।

কেন্দ্র ও রাজ্য গণতন্ত্রকে ধ্বংস করছে বর্বরোচিত অত্যাচার কৃষকদের ওপর করা হচ্ছে। তাদের আরও দাবি যারা কর দেয় না তাদের মাসে সাড়ে সাত হাজার টাকা করে দিতে হবে এবং মাথাপিছু ১০ কেজি করে চাল দিতে হবে।

বামফ্রন্ট নেতৃত্ব জানান এই আইন কোন মতেই কার্যকর করতে দেওয়া হবে না।