অবতক খবর,৪ এপ্রিল,বামনগোলা: বামনগোলা থানার বিভিন্ন জায়গায় থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার,বামনগোলা থানার বিভিন্ন জায়গায় থেকে বেশ দুই মাস ধরে অভিযোগ আসে ফোন চুরির ঘটনা অবশেষে বামনগোলা থানার পুলিশ শুরু করে খোঁজ।অবশেষে ফোন গুলি পাওয়া যায়,পরে ফোন গুলি মালিকদের পাকুয়াহাট পুলিশ ফাঁড়িতে ডেকে তাদের হাতে তুলে ফোন।

ফোনের মালিকেরা জানান পুলিশের ভুমিকায় তাদের দায়িত্বে তাদের ধন্যবাদ জানায় তাদের এই মানবিকতা পরিচয় দিলেন বামনগোলা থানা পুলিশ। বামনগোলা থানার পুলিশ জানিয়েছেন,গত দুই মাস ধরে বামনগোলার পাকুয়াহাট এলাকায় বেশ কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে মোবাইল হারিয়ে যাওয়া ব্যক্তিরা বামনগোলার পাকুয়াহাট ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ও বামন গোলা থানা ওইসব মোবাইল ট্র্যাক করে হাড়িয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ঝাড়খন্ড, বিহার স্থানীয় এলাকা থেকে।সেই সব মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া হয় পাকুয়াহাট ফাঁড়ির পক্ষ থেকে।