নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৮শে ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: নাম রহিম শেখ বয়স 30।ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানার ভারতী মোড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শুক্রবার সন্ধ্যায় রহিম শেখ দোকান থেকে বাড়ি ফিরছিল।

তখনই রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। রহিমের সঙ্গে ছিল আরো কয়েকজন ব্যক্তি। গুলি লাগে তাদেরও।ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় রহিমকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

রহিমের বুকে পেটে মিলিয়ে প্রায় সাতটি গুলি লেগেছে বলে জানিয়েছেন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসকরা। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতি কোন সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

ইতিমধ্যে ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রহিম এলাকায় যুব তৃণমূল কর্মী নামে পরিচিত ছিল। তাই এই ঘটনার পেছনে মাদার তৃণমূলের হাত থাকতে পারে এমনটাই মনে করছে যুব তৃণমূল কর্মীরা।