অবতক খবর,২৭ মেঃ বিগত দিনের তুলনায় ঝড় কমবে দক্ষিণের জেলা গুলোতে তবে 28, 29 তারিখ দক্ষিণের কিছু জেলায় হালকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ ও হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। 29 তারিখ দক্ষিণ বঙ্গে তাপমাত্রা বাড়বে এবং এর প্রভাব জুন এর প্রথম দিকে থাকবে। এবং দক্ষিণের কিছু জেলায় 40 ডিগ্রি পারদ ছুটে পারে। এবং কলকাতায় ৩৮ থেকে ৩৯ তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে।শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরের 24 ঘণ্টায় পাঁচ জেলায় মাঝারি বা ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। তবে কলিনপং,জলপাইগুড়ি, আলিপুর এ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ।

তবে দক্ষিণের জেলায় এখনো তাপপ্রবাহ থাকছে না, তবে তার আশঙ্কা আছে।

অন্যদিকে রাজ্যে বর্ষা না আসার পিছনে কারণ আবহাওয়া দপ্তর সূত্রে,দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু না আসায় বর্ষার আগমনে দেরি।