অবতক খবর :: শিলিগুড়ি :: ৩ জুন ::    বাজারে পুরানো বই আসছে প্রচুর কিন্তুু কতটা নিরাপদ? এ নিয়ে শঙ্কা জাগছে অনেকেরই মনে। কারণ সংক্রমণ বেড়েই চলেছে দিনের পর দিন,কিন্তুু তা হলেও মানুষ অনেকটাই অসাবধানী হয়ে পড়ছে।

শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে সংক্রমন বেড়েই চলেছে দিনের পর দিন,তা হলেও মানুষ আবার অসাবধানতার দিকেই পা বাড়িয়ে চলেছে। এই পুরানো বই থেকে যে সংক্রমন কতদুর ছড়াতে পারে সেটা চিন্তা করছেন না কেউই। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এইভাবে বই নিয়ে বসে পড়ছেন অনেকেই,যার থেকে মারাত্মকভাবে রোগ ছড়াতে পারে,যা একটা শহরকে শেষ করবার জন্য যথেষ্ট।