যা হচ্ছে হোক , আমাদের কি?আমরা নিশ্চুপ, ভালোমানুষ

বাজনদার কোথায়
তমাল সাহা

গুলি খাচ্ছে তাপস রাজেশ
আমরা খাচ্ছি কি?
গরম গরম লিখছি কবিতা
পান্তা ভাতে ঘি।

তুমি লিখছো কতো কবিতা
রেগে মেগে ফুঁসে,
ময়দানে যদি না নামো
শুধু শাসককে কি হবে দুষে?

শাসক থাকলে বিরোধীও আছে,
তাদের কাজটা তবে কি?
সাইনবোর্ড লাগানো দোকান খুলে
শুধু কমরেডদের কাছে লেভি?

কোথায় শক্তি, কোথায় তোমার বল?
চললো গুলি,পুলিশের কাছে পিস্তল–
ছাত্রের রক্তে ভেসে গেল ঘটনাস্থল!

নুরুল-আনন্দ গুলিবিদ্ধ,
তখন কী হয়েছিল দেশে?
নদীতে থাকলে স্রোত সাগরে গিয়ে মেশে।
নদীটাই মরে গেছে,শুকিয়ে গেছে জল,
শুধু শুধু কবিতা লিখে বিপ্লবী হবার ছল!

আবাহন হলে বিসর্জন আছে,
সকলেই জানে,
বিদায়ের ঢাক বাজাবে কে
মানুষ চেয়ে শূন্যপানে।