অবতক খবর , সংবাদদাতা ,  আসানসোল :-      পশ্চিম বর্ধমান জেলায় জাতীয় সড়কের দুপাশে বৃক্ষ রোপণ, বাংলায় লেখা সাইন বোর্ড সহ 3 দফা দাবিতে জাতীয় সড়ক কতৃপক্ষকে স্মারকলিপি দিয়েছিলো বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান শাখা। সেই দাবিমতো কাজ শুরু করেছে জাতীয় সড়ক কতৃপক্ষ। এই মর্মে বাংলা পক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন জাতীয় সড়ক কতৃপক্ষ। এদিন এই কথা জানান বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলার সাধারন সম্পাদক অক্ষয় ব্যানার্জি। জানা গিয়েছে, মাস কয়েক আগে বাংলা পক্ষের তরফে দুর্গাপুরে জাতীয় সড়কের অফিসে 3 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিলো। প্রথমত, জাতীয় সড়কের সাইন বোর্ডে অনান্য ভাষার পাশাপাশি বাংলায় লিখতে হবে। দ্বিতীয়ত , জাতীয় সড়কের দুপাশে বৃক্ষ রোপণ করতে হবে এবং তৃতীয়ত সার্ভিস রোড গুলি সংস্কার করতে হবে। এদিন জাতীয় সড়ক কতৃপক্ষের তরফে বাংলা পক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে দাবি গুলোর কাজ শুরু করা হয়েছে। এই খবরে খুশি বাংলা পক্ষ।