অবতক খবর, সংবাদদাতা , ১৪ এপ্রিল :: নববর্ষের প্রথম দিন বেলডাঙার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ” কেয়ার ফর বেলডাঙ্গা ” নামে একটি গ্রুপ খুলে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। লকডাউন চলাকালীন কিছু যুবক ভাইয়েরা এই গ্রুপের মাধ্যমে সেই সব মানুষদের প্রতিদিন 100 জনের খাবার তৈরি করে পৌঁছে দিচ্ছেন তাদের বাড়ি বাড়ি।

বেলডাঙ্গা ছাত্র-যুবক থেকে শুরু করে শিক্ষক ,ব্যবসায়ী, এবং সরকারি অফিসার একই সূত্রে আবদ্ধ হয়ে “কেয়ার ফর বেলডাঙ্গা” গ্রুপ কাজ করছে। এই গ্রুপের অন্যতম সদস্য সরোজ দত্ত বলছেন যিনি “রেস্টুরেন্টের সহযোগিতায় গত কুড়ি দিন ধরে মানুষের কাজ করে চলেছেন। করোনা ভাইরাসের জন্য লকডাউন থাকার কারণেই খেটে খাওয়া সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।

এই গ্রুপের অন্যতম সদস্য দেব জিৎ মুখোপাধ্যায়ের জানিয়েছেন আমরা যেমন যেমন পারছি তেমনি ভাবে অসহায় মানুষগুলোকে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তারা জানাচ্ছেন প্রতিদিন প্রায় 6000 টাকা করে খরচ হচ্ছে। তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। তাহলে হয়তো আরো মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া যেত।