অবতক খবর,৩ জানুয়ারি: বাংলাদেশে রপ্তানিকারক লরিতে পণ্য কমের বিরুদ্ধে হিলি চেকপোস্টে পথ অবরোধ করল দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। রবিবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় লরি মালিকরা। ঘটনাস্থলে হিলি থানার পুলিশ উপস্থিত রয়েছে। অবরোধের জেরে হিলি স্থলবন্দরে সম্পূর্ণরূপে থমকে রয়েছে ইন্দো বাংলাদেশের মধ্যে বৈদেশিক বাণিজ্য।

লরি মালিকদের অভিযোগ, বাংলাদেশে রপ্তানি করা লরিতে পণ্যের ওজন কম রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তার ফলে লরি ভাড়া থেকে পণ্যের দাম কেটে নিচ্ছে বাণিজ্যকারকরা।

সমস্যায় পড়েছে লরি মালিকেরা। দীর্ঘদিন থেকে বিভিন্নমহলে জানিয়ে কোনও সুরাহা না হওয়ায় এদিন পথ অবরোধ করে লরি মালিকেরা। সমস্যার সমাধান না হলে আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছে লরি মালিক সংগঠনের নেতারা।