অবতক খবর :: হক জাফর ইমাম :: মালদহ ::    মালদা থানার পুলিশ দুইদিন অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার করলো প্রচুর পরিমাণে কাফ সিরাপ। যার বাজার মূল্য ৮০ লক্ষ ৬০ হাজার ৭২০ টাকা। অন্য রাজ্য থেকেই ফেনসিডিল গুলি নিয়ে আসা হয়েছিল বলে দাবি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মেহেদী রহমান বিশ্বাস ।

মালদা থানায় বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মেহেদি রহমান বিশ্বাস জানান ২৯ জুন মালদা থানা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে মালদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কালিয়াচকের এক ব্যক্তির নাম। তাকেও গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ফেনসিডিলের গোডাউন এর হদিস পায় মালদা থানার পুলিশ। অভিযান চালিয়ে সেই গোডাউন থেকে ৩৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে ৪৭৫০০ ফেন্সিডিল বোতল উদ্ধার হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিল বোতল গুলির বাজার মূল্য ৮০ লক্ষ ৬০ হাজার৭২০ টাকা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ছাড়াও ছিলেন জেলা পুলিশের ডি এস পি ডি এন টি শুভতোশ সরকার , মালদা থানার আইসি শান্তি নাথ পাজা , মালদা থানার পুলিশ অফিসাররা সহ কর্মীরা।