বাঁকুড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে ব্যপক ক্ষতি আলু চাষীদের

নরেশ ভকত :: অবতক খবর :: ৩জানুয়ারি :: বাঁকুড়া :: বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের রামগড় থেকে সারেঙ্গার গড়গড়্যা এলাকায় এক হাতির দল প্রবেশ করে। এলাকায় আলুর  জমিতে হাতির দল প্রবেশ করায় তাদের  পায়ে পিষ্ট  হয়ে ব্যপক ক্ষতি হয় আলুর। ফলে চাষীদের মাথায় হাত।

স্থানীয় চাষীদের কথায়,হাতিদের যাতায়াতের ফলে প্রায় তিরিশ বিঘার আলু নষ্ট, বেশ কিছু ধান ও অনান্য ফসলের ক্ষতি হয়েছে। উপযুক্ত ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন তাঁরা। হাতিগুলি ভোরের দিকে পুনরায় বামুনডিহা হয়ে পশ্চিম মেদিনীপুর এলাকার দিকে চলে গেছে বলে জানা গেছে।

সারেঙ্গার বনদফতরের আধিকারিকরা সরজমিনে তদন্ত করে চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। একই সাথে ওই এলাকার মানুষের হাতে কয়েকটি সার্চলাইট তুলে দিয়েছেন। পাশাপাশি  হাতিকে বিরক্ত না করার এবং অতি উৎসাহিত হয়ে হাতির সাথে সেল্ফি (নিজস্বী) না তোলার অনুরোধ জানিয়েছেন।