নরেশ ভকত:: অবতক খবর :: ১৫ই,ডিসেম্বর :: বাঁকুড়াঃ:: রাজ্য পঞ্চায়েত আইনে প্রতিটি বুথে গ্রাম সংসদের সভা করার কথা থাকলেও তা হয়নি। একই সঙ্গে ডোবা কাটিয়েও গাছ লাগানো হয়নি অভিযোগ তুলে এলাকায় পোষ্টার দিল বিজেপি। বাঁকুড়ার সোনামুখীর রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

বিজেপির অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েতে এবার কোন বুথেই গ্রাম সংসদের সভা হয়নি। গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছে। এমনকি জগমোহনপুর থেকে অমৃতপাড়া পর্যন্ত রাস্তার পাশে গাছ লাগানোর জন্য ডোবা কাটা হল | সেই গাছ লাগানো হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দূর্ণীতি করেছে বলে তাদের অভিযোগ।

বিজেপি নেতৃত্বের বক্তব্যকে সমর্থণ করেছেন গ্রামবাসীদের একাংশ। তারাও বলছেন এবার কোন বুথে গ্রাম সংসদ সভা হয়নি। গাছ লাগানোর কথা থাকলেও তা হয়নি বলে তারা জানান।

তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করা হয়েছে। সরকারী নির্দেশে গ্রাম সংসদ সভা হয়নি বলে দাবী তৃণমূল নেতৃত্বের ।