নরেশ ভকত :: অবতক খবর :: ২০শে,নভেম্বর :: বাঁকুড়া :: রাজমিস্ত্রির সঙ্গে জোগাড়ের কাজ করতে গিয়ে মৃত্যু হয় এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ইন্দপুর থানার বহড়ামুড়ি গ্রামে। মৃত্যু হয় উত্তম বাউরী নামে ১৭ বছরের এক যুবকের।

 

অভিযোগ বেশি পয়সার বিনিময়ে বিপদজনক ভাবে কাজ করানোর ঠিকা দেয় এক ইঞ্জিনিয়ার। সেখানেই রাজমিস্ত্রির সঙ্গে জোগাড়ের কাজকরছিলেন উত্তম বাউরী। বাড়ির দোতলা কাজ চলছিল। দ-ু তলার উপরে তোলা হচ্ছিল জোগাড়ের মশলা। পাশেই ছিল হাইটেনশন ইলেকট্রিক লাইনের তার।

অসাবধানতাবশত মসলা তুলতে গিয়ে হাত পড়ে যায় সেই হাইটেনশন লাইনে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিকের।এরপরই স্থানীয় মানুষজন ক্ষতিপুরণের দাবিতে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দপুর থানার পুলিশ। অবিলম্বে ক্ষতিপুরণ দিতে হবে তারপর রাস্তা অবরোধ ছাড়া হবে এমনটাই দাবি অবরোধকারীদের।