নরেশ ভকত :: অবতক খবর :: ৫ই,ডিসেম্বর :: বাঁকুড়াঃ:: বাঁকুড়ার হীড়বাঁধের আসারিয়া গ্রামের জলাভূমি থেকে রহস্যজনক ভাবে গ্যাস বের হচ্ছে । আর এই ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে আজ সকালে ঘটনাস্থলে যান জেলাশাসক ডাঃ উমা শঙ্কর এস ।

জেলাশাসক ছাড়াও ছিলেন খাতড়ার এসডিও বিবেক বর্মা সহ মাইনিং ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা ও এই ঘটনাস্থলে যান।গ্যাস বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।

রাত হলেই এই গ্যাস আসারিয়া গ্রামের জলাভূমি থেকে বের হচ্ছে রহস্যজনক ভাবে। কিন্তু দিনের বেলায় সূর্যের আলোয় এই গ্যাস ভালো ভাবে দেখতে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

প্রায় দুই সপ্তাহেরও বেশী ধরে এই রহস্যজনক গ্যাস বের হওয়ার ঘটনায় হীড়বাঁধ ব্লকের আসারিয়া গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন।

জানা যায় গত ১৮ ই নভেম্বর থেকে এই গ্যাস বের হওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে জানানো হয়েছিল এতে ভয়ের কোন কারণ নেই । কিন্তু ফের গ্যাস বের হওয়ার মাত্রা বেড়ে যাওয়ার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়েই আজ ঘটনাস্থলে পরিদর্শনে যান জেলাশাসক উমা শঙ্কর এস ।