অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ     বি জে পি যুব মোর্চার ডাকে যে নবান্ন অভিযান করা হয় তাতে পুলিশের বিরুদ্ধে বি জে পি নেতা ও কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ তুলে শনিবার বাঁকুড়ার মাচানতলয় বি জে পি যুব মোর্চার সদস্যরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য যেভাবে মমতা ব্যানার্জির পুলিশ তাঁদের অভিযানে বাধা দেয় তা অনৈতিক ও গণতন্ত্র বিরোধী।

এই বিষয়ে বিক্ষোভকারী এক বি জে পি যুব মোর্চার নেতা বলেন যে এই রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা চাকরির দাবিতে নবান্ন অভিযানে নেমেছিল। কিন্তু যেভাবে ব্রিটিশ পুলিশের ধাঁচে বর্বরোচিত উপায়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশকে লেলিয়ে দেওয়া হয় তা দুর্ভাগ্যজনক । এই ঘটনা চীনের তিযানমেন স্ক্যোয়ারের ঘটনাকে মনে করিয়ে দেয় ।

তিনি জানান যে এই রাজ্যের অভিভাবকরা চান যেন তাঁদের সন্তানদের একটি চাকরি হয় । কিন্তু সেই চাকরির দাবিতে রাজপথে নামলে তাদের উপর অত্যাচার করা হয় । তিনি জোর দিয়ে বলেন যে মুখ্যমন্ত্রীর অহংফকার চূর্ণ হবেই । এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে টি এম সি পরাজিত হবে ও এই রাজ্যেও বিজেপি ক্ষমতায় আসবে।