নরেশ ভকত::অবতাক খবর ::বাঁকুড়া ::২৯শে ডিসেম্বর :: আজ থেকে শুরু হলো বিষ্ণুপুর মহকুমা কৃষি দপ্তরের উদ‍্যোগে ভড়া গ্ৰাম পঞ্চায়েতের ব‍্যবস্থাপনায় মাটি, কৃষি, উদ‍্যানপালন, কৃষি বিপনন, সমবায়, মৎস্য ও প্রানীসম্পদ মেলা।

এই মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। কৃষি সহ অনান্য চাষাবাদ পশুপালন কে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন।

এই মেলাতে রয়েছে বেস কিছু স্টল সহ বিনোদনের ব্যবস্থা। রয়েছে উৎসাহিত করার জন্য বিভিন্ন বার্তা।এই মেলাতে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা সহ বিভিন্ন স্তরের আধিকারিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

উপস্থিত থেকে মন্ত্রী শ্যামল সাঁতরা জানান, এই মেলার প্রধান উদ্দেশ্য হল কৃষকদেরকে উৎসাহিত দান করা।কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও রয়েছে অনেক স্টল তারা সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবে।এর ফলে উভয় পক্ষই উপকৃত হবে।